প্রকাশিত: Fri, Dec 22, 2023 10:38 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:58 PM

[১]রোববার বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ

রিয়াদ হাসান: [২] সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিরোধী নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে রোববার  সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।

[৩] বুধবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে ঘোষিত অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

[৪] সর্বাত্বক সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে রিজভী জানান, বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো একই কর্মসূচি পালন করবে। সম্পাদনা: ইকবাল খান